Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

২০১৯-২০অর্থবছরের সম্ভাব্য প্রধান কার্যক্রম সমূহ:

নিম্নোক্ত কার্যক্রমের মাধ্যমে UITRCE, সোনারগাঁ, নারায়ণগঞ্জ জেলা দেশের শিক্ষার উন্নয়ন ও বর্তমান সরকারের রূপকল্প ২021 এর আওতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ব্যানবেইস এর নেতৃত্বে কাজ করে যাচ্ছে। এ ছাড়াও টেকসই উন্নয়ন অভীষ্ট-২০৩০ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে জাতীয় নির্দেশক কাঠামো (NIF) ও পরিবীক্ষণের নিমিত্তে ব্যানবেইস কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ বাস্তবায়নে UITRCE, সোনারগাঁ, নারায়ণগঞ্জ জেলা নিম্নরূপ কার্যক্রম  গ্রহণ করেছে।

  • Online বার্ষিক শিক্ষা জরিপ এর মাধ্যমে উপজেলার ৫২টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগৃহীত হবে।
  • উপজেলা পর্যায়ে UITRCE তে প্রায় ১২০ জন শিক্ষককে  বেসিক আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
  • উপজেলা পর্যায়ে UITRCE তে প্রায়  ১৯২ জন শিক্ষককে  কম্পিউটার হার্ডওয়ার মেন্টেইনেন্স, ট্রাবলশুটিং ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
  • লোকাল সাইবার সেন্টারের মাধ্যমে ই-সেবা গ্রহীতার সংখ্যা ২০১৯-২০২০ অর্থবছরে ১৫০ এ উন্নীতকরণ।
  • সমন্বিত শিক্ষাতথ্য ব্যবস্থাপনা পদ্ধতি(IEIMS)ও CRVS এর আলোকে স্টুডেন্টস প্রোফাইল প্রণয়ন ও ইউনিক আইডি প্রদানে ব্যানবেইস কর্তৃক গৃহীত কার্যক্রম সুচারুভাবে সম্পাদন করা।
  • উপজেলায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের ফোকাল পয়েন্ট হিসেবে কার্যক্রম/সম্পাদন
  • GIS সফটওয়্যার এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের GPS Value সংগ্রহ ও সরবরাহ।
  • শিক্ষকদের শিক্ষক বাতায়নের সদস্যকরণ।
  • শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অবস্থিত আইসিটি ল্যাব নিয়মিত পরিদর্শন।
  • EIIN সম্পর্কিত সেবা প্রদান।