সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ :
“সমন্বিত শিক্ষাতথ্য বিনির্মাণ এবং যুগোপযোগী মানসম্মত আই.সি.টি. প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রশিক্ষিত দক্ষ মানব সম্পদ উন্নয়ন” এ ভিশন নিয়ে উপজেলা আই.সি.টি. ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন(UITRCE) কাজ করে যাচ্ছে।
পরিসংখ্যান ডাটা সংগ্রহ: UITRCE, উপজেলাঃ সোনারগাঁ, জেলাঃ নারায়ণগঞ্জ, গত ২০১৬, ২০১৭ ও ২০১৮ সনে ব্যানবেইস কর্তৃক পরিচালিত অনলাইন জরিপের মাধ্যমে প্রতিবছর সোনারগাঁ উপজেলার প্রায় ৪৯টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপের প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ যথাসময়ে সম্পন্ন করে। এছাড়া এই ৪৯টি পোস্ট প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানের GISএর ডাটা হালনাগাদকরণ সম্পন্ন করেছে। মাধ্যমিক পর্যায়ের (৬ষ্ঠ-১০ম) ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের তথ্য যথাসময়ে হালনাগাদের কাজও প্রতিবছর করে থাকে।
আইসিটি বিষয়ক প্রশিক্ষণ: গত তিন বছরে UITRCE, উপজেলাঃ সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ, সেন্টারে 1101 জন শিক্ষককে ১৫ দিনব্যাপী বেসিক আই.সি.টি. বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ২০১৮-২০১৯ অর্থবছরে নতুন করে “কম্পিউটার হার্ডওয়ার মেন্টেইনেন্স, ট্রাবলশুটিং ও নেটওয়ার্কিং মডিউলে ১২০জন শিক্ষককে ১৫দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে।
ই-সেবা: ইউআইটিআরসিই , উপজেলাঃ সোনারগাঁ, জেলাঃ নারায়ণগঞ্জ, গত ২০১৬, ২০১৭ ও ২০১৮ সনে ১৯১ জন শিক্ষক ও শিক্ষার্থীকে লোকাল সাইবার সেন্টারের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন ধরণের ই-সেবা প্রদান করেছে।
সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ: বিদ্যমান UITRCE ব্যবস্থাপনা নীতিমালা সংশোধন করে শিক্ষকবৃন্দের জন্য আই.সি.টি. প্রশিক্ষণের পাশাপাশি স্থানীয় যুবসমাজকে বিনামূল্যে আই.সি.টি. ও আউট সোর্সিং প্রশিক্ষণ আয়োজন। প্রশিক্ষণের মান উন্নয়নের স্বার্থে মাস্টার ট্রেইনারগণের পাশাপাশি স্থানীয় দক্ষ আই.সি.টি. প্রশিক্ষককে রিসোর্স পার্সন হিসেবে অন্তর্ভুক্তিকরণ। প্রশিক্ষণকে আকর্ষণীয় করতে প্রশিক্ষণ উপকরণ হিসেবে পুস্তিকারুপ প্রশিক্ষণ ম্যানুয়েল অন্তর্ভুক্তিকরণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS